পরশু থেকে টালা ব্রিজে বন্ধ বাস চলাচল

Spread the love

রবিবার থেকে বাস চলাচল বন্ধ থাকবে টালা ব্রিজে ৷ আজ নবান্নে বৈঠকের পর একথা জানান পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ বন্ধ থাকবে ভারী যান চলাচল ৷ আপাতত চলবে ছোটো গাড়ি ৷ তবে তা 3 টনের বেশি ভারী নয় ৷ রবিবার থেকে কার্যকরী হবে নিয়ম ৷ আগামীকাল ব্রিজ পরিদর্শনে যাবেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা ৷

এবার ঘুরপথে চলবে গাড়ি ৷ কী হবে রুটম্যাপ ? সেই বিষয়ে আগামীকাল বিজ্ঞপ্তি জারি করে জানানো হবে ৷ এখন স্বাস্থ্য পরীক্ষা চলবে টালা ব্রিজের ৷ পুজোর পরই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ পরিসংখ্যান বলছে, দৈনিক ৬০০-এর বেশি বাস চলে টালা ব্রিজের ওপর দিয়ে ৷ সেক্ষেত্রে যাত্রীদের কী হবে? আপাতত সমস্যা মেটাতে কথা বলা হচ্ছে রেলের সঙ্গে ৷ বাড়ানো হতে পারে ট্রেনের সংখ্যা ৷ টালার পাশাপাশি চলছে বেহালা ব্রিজের স্বাস্থ্য পরীক্ষাও ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*