৩ জানুয়ারি থেকে পুরোপুরি বন্ধ টালা ব্রিজ

Spread the love

নতুন বছরের শুরুতেই পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে টালা ব্রিজ। আগামী ৩ জানুয়ারি রাত থেকে বন্ধ করা হচ্ছে টালা ব্রিজ। ৪ জানুয়ারি থেকেই টালা ব্রিজ ভাঙার কাজ শুরু হবে। রাজ্য পরিবহণ দফতর সূত্রে এমনটাই খবর। এর জেরে কলকাতা উত্তরের ওই অঞ্চলে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে।

জানা যাচ্ছে, ওই সময় থেকে কলকাতামুখী ছোটো গাড়ি বিটি রোড দিয়ে যেতে পারবে না। সেক্ষেত্রে দ্বিতীয় হুগলি সেতু হয়ে কলকাতায় আসার কথা বলা হয়েছে। অন্যদিকে, টালা ব্রিজ বন্ধ করার জন্য লকগেট খুলে দেওয়া হচ্ছে। ওই রুটে কিছু বাস যাতায়াত করবে বলে জানা যাচ্ছে। ৪৩ ও ২৪২ নং বাসের রুট অপরির্তিত থাকছে।

উল্লেখ্য, পুজোর মুখে টালা ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করে রিপোর্ট জমা দেয় ভারতীয় রেলের অধীনস্থ পরামর্শদাতা সংস্থা রাইটস। এই রিপোর্টে বলা হয়েছে, দীর্ঘদিন মেরামত না করার ফলে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে টালা ব্রিজ। ফলে যে কোনও সময় ভেঙে পড়তে পারে ব্রিজটি। এই পরিস্থিতিতে পুজোর মুখে টালা ব্রিজে বাস চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার। শুধুমাত্র ছোটো গাড়িকে ছাড় দেওয়া হয়।

এদিকে, টালা ব্রিজের মতো ব্যস্ততম পথে বাস চলাচল বন্ধ করার ফলে চরম ভোগান্তির শিকার হতে হয় নিত্যযাত্রীদের। বহু বাস ঘুরপথে চালানো হচ্ছে, যার জেরে সমস্যায় পড়েছেন বাস মালিকরাও। কয়েকটি রুটের বাস কার্যত বন্ধের মুখে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*