তিন তালাক বিলে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। শুক্রবার বিকেলে ক্যাবিনেট বৈঠক বসে। সেখানেই এই বিলে ছাড়পত্র দেওয়া হয়।চলতি শীতকালীন অধিবেশনেই এই বিলটি সংসদে পেশ করা হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, অগাস্ট মাসে তিন তালাককে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করে সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরেও হোয়াটসঅ্যাপে, এসএমএসের মাধ্যমে তালাক দেওয়ার অভিযোগ সামনে আসে। এরপরই আইন করে এই প্রথা নিষিদ্ধ করার জন্য কেন্দ্রকে সুপারিশ করে শীর্ষ আদালত। নয়া আইনে তিন তালাকের ক্ষেত্রে খোরপোষ দাবি করতে পারবেন মুসলিম মহিলারা।
Be the first to comment