মিশরে এক ফটোশ্যুটে বিশ্বের সবচেয়ে লম্বা ও খাটো মানুষের সাক্ষাৎ

Spread the love

গত শুক্রবার এক ফটোশ্যুটে বিশ্বের সবচেয়ে লম্বা ও খাটো মানুষের সাক্ষাৎ হলো। মিশরে ঐ ফটোশ্যুটে দুজনকে দেখা যায় একসঙ্গে। তুরস্কের ৩৬ বছর বয়সী সুলতান কোসেনের উচ্চতা ৮ ফুট ৯ ইঞ্চি। তিনি পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ। অন্যদিকে পৃথিবীর সবচেয়ে খাটো মানুষ হচ্ছেন ৬৮.২ সেমি বা ২ ফুট ৬ ইঞ্চি উচ্চতার ভারতের নাগপুরের ২৫ বছরের মেয়ে জ্যোতি আমগে। ছবিতে কোসেনের হাঁটুর নিচে দেখা যাচ্ছিল পৃথিবীর সবচেয়ে খাটো মানুষ জ্যোতিকে। ২০০৯ সাল থেকে এই দুইজন ‘গিনেস বুক অব ওয়ার্ল্ডস’- এ বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষ ও খাটো মানুষের মহিলার রেকর্ড দখল করে আছেন। মিশরের পর্যটন বোর্ডের আমন্ত্রণে সেখানে যান এই দুই জন। মিশরের পিরামিডের সামনে তাদের ফটোশ্যুট করা হয়। তারপরে তাঁরা কায়রোর একটি পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলনে অংশ নেন।
কোসেন ২০ বছর বয়সে ‘গিনেস বুক অব ওয়ার্ল্ডস’-এ সবচেয়ে লম্বা মানুষ হিসাবে স্বীকৃতি পান। এখনও পর্যন্ত ১০ জন লম্বা মানুষ ‘গিনেস বুক অব ওয়ার্ল্ডস’-এ স্থান পেয়েছেন। কোসেন বিশ্বে সবচেয়ে লম্বা হাতের অধিকারীও। ভারতের মেয়ে জ্যোতি ১৮ বছর বয়সে গিনেস বুকে বিশ্বে সবচেয়ে খাটো বা ক্ষুদ্র মানুষ হওয়ার রেকর্ড অর্জন করেন। তখন তার ওজন ছিল ৫ কেজি।
এর আগে ২০১৪, নভেম্বর মাসে লন্ডনে কোসেনের সাক্ষাত হয়েছিলো বিশ্বের সবচেয়ে খাটো পুরুষ সাড়ে ২১ ইঞ্চির লম্বা নেপালের চন্দ্র বাহাদুর ডেঙ্গির সাথে।
ছবিঃ সূত্র থেকে

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*