ট্রেকিংয়ে গিয়ে ভয়ঙ্কর দাবানলের রোষে পড়ে মৃত্যু হল ৯ জনের। এদের মধ্যে চারজন মহিলা, চার জন পুরুষ ও এক শিশু রয়েছে বলে জানা গিয়েছে। তামিলনাড়ুর থেনি জেলার কুরাঙ্গনি পাহাড়ে দাবানল ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। জানা গিয়েছে, পর্বতারোহনের প্রশিক্ষণ নিতে গিয়ে দাবানলের মুখে পড়েন ৩৬ জন পড়ুয়া। এদের মধ্যে ২৭ জনকে জীবন্ত উদ্ধার করতে সক্ষম হয়েছে সেনা। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রসঙ্গত, রবিবার বিকেল ৪টে নাগাদ পবর্তারোহণের প্রশিক্ষণ নিতে আসা এক পড়ুয়া তাঁর বাড়িতে ফোন করে জানান জঙ্গলে ভয়াবহ আগুন লেগেছে। আটকে পড়েছেন ওই পড়ুয়া সহ ১৯ জন ছাত্রছাত্রীর একটি দল সহ কমপক্ষে ৬৫ জন। দাবানলের খবর পেয়ে সঙ্গেসঙ্গে ২০ জনের একটি উদ্ধারকারী দল পাঠায় বন দফতর। এদিকে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের নির্দেশমতো জঙ্গলের আগুন থেকে বিপদে পড়া মানুষদের উদ্ধার করতে সোমবার সকাল থেকেই কাজে নেমেছেন গড়ুর কম্যান্ডো ফোর্সের ১৬ জন কম্যান্ডো। কাজে লাগানো হয়েছে বায়ুসেনার ৪টি চপার। বন দফতর ও দমকল বিভাগের কর্মীদের সঙ্গে উদ্ধারকার্যে যোগ দিয়েছেন স্থানীয়রাও। পাঠানো হয়েছে মেডিক্যাল টিম।
Be the first to comment