তামিলনাড়ুতে প্রবল বর্ষণের জেরে ১৫ জনের মৃত্যু

Spread the love

আচমকা মেঘ ভাঙা বৃষ্টির জেরে তামিলনাড়ু জুড়ে প্রবল বর্ষণ । এক রাতের মধ্যেই ১৫ জনের মৃত্যু । ভেঙে পড়া বাড়ির নিচে চাপা পড়ে অধিকাংশজনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে । উত্তর-পূর্ব মৌসম বায়ুর দাপটে তামিলনাড়ু ও প্রতিবেশি পুদুচেরিতে প্রবল বর্ষণ । গত ২৪ ঘণ্টায় এই অস্বাভাবিক বর্ষণের ফলে জনজীবন স্তব্ধ।

উত্তর-পূর্ব মৌসম বায়ুর দাপটে তামিলনাড়ু ও প্রতিবেশী পুদুচেরিতে প্রবল বর্ষণের ফলে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। চেন্নাইয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আবহাওয়া সূত্রে খবর, উত্তর-পূর্ব মৌসম বায়ুর দাপটে এই বৃষ্টিপাত হয়েছে। চেন্নাইয়ের এক উচ্চ পুলিশ আধিকারিক বলেন ,”চেন্নাইয়ে সমস্ত সরকারি দপ্তরগুলিকে সতর্ক করা হয়েছে।”

গত শুক্রবার থেকে তামিলনাড়ু জুড়ে প্রবল বর্ষণ শুরু হয়। এর ফলে সেখানকার সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত কাঞ্চিপুরম , চেঙ্গলগেট, ভেল্লরের অবস্থা খুব খারাপ । মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে । গত ২৪ ঘণ্টায় সাথানকুলাম শহরে ১৯ সেন্টিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*