এবার তামিলনাড়ু ৷ কোরোনায় আক্রান্ত হয়ে মাদুরাইয়ে মৃত্যু হল ব্যক্তির ৷ ৫৪ বছর বয়সি ওই ব্যক্তি হাসপাতালে ভরতি ছিলেন ৷ আজ সকালে সেখানেই মারা যান ৷ এর ফলে কোরোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ ৷ আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০০ ৷
এই বিষয়ে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়ভাস্কর টুইট করে বলেন, ‘‘বহু চেষ্টা সত্ত্বেও ওই রোগী মারা যান ৷তাঁর মধুমেহ ও উচ্চ রক্তচাপ ছিল৷’’
প্রসঙ্গত, গতকাল তামিলনাড়ুতে নতুন করে ছয়জন আক্রান্ত হন ৷ তাঁদের মধ্যে তিনজন মহিলা ৷ ফলে সেরাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৮ ৷ দেশজুড়ে বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা ৷তেলাঙ্গানায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৯ ৷ এই রাজ্যের এক DSP-র ছেলে ও তাঁর বাড়ির পরিচারিকা কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ ওই যুবক সম্প্রতি ইংল্যান্ড থেকে ফিরেছেন ৷ DSP ও তাঁর ছেলের বিরুদ্ধে কোয়ারানটাইনের নিয়ম ভাঙার অভিযোগ এনেছে পুলিশ ৷
আক্রান্তদের জন্য পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং COVID ত্রাণ তহবিল চালুর সিদ্ধান্ত নিয়েছেন ৷ সেরাজ্যে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২৯এ ৷ আক্রান্তদের সবাইকে সরকারি হাসপাতালের আইসোলেশন বিভাগে রাখা হয়েছে ৷
কোরোনায় আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাষ্ট্রের পরই রয়েছে কেরালা ৷ তবে গতকাল এক সরকারি আধিকারিক জানিয়েছেন, কোরোনা সন্দেহে ৬৭ জনের পরীক্ষা করা হলেও তাঁদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে ৷
রাত ১২টা থেকে ২১ দিনের জন্য দেশজুড়ে শুরু হয়েছে লকডাউন ৷ যানচলাচল বন্ধ থাকায় অসমের বিভিন্ন বিমানবন্দর ও রেল স্টেশনে অনেকে আটকে পড়েন ৷ তাদের জন্য ৫০০টি বাস চালানো হয়েছে ৷
Be the first to comment