অমৃতা ঘোষ মন্ডল,
চারিদিকে তো অসম্ভব গরম পরছে , এই গরমে মানুষ হিম সিম খাচ্ছে, কিন্তু যারা চাকরি করেন বাইরে তাদের বেরতে তো হবেই, বা যারা রান্না করেন হিট এর সামনে যেতে ই হয় তাদের ৷ তাই এর জন্য আমাদের টিপস্ দিচ্ছেন শর্মিলা সিং ফ্লোরা…
উনি বলছেন সানবার্ণ এর জন্য আলাদা ব্যবস্থা তো নিতেই হবে, তবে সবার আগে সানস্ক্রিন লোসান অবশ্যই লাগিয়ে বেরন৷
এছাড়া বাড়ীতে শসার রস,গাজর এর রস,মধু ও লেবু দিয়ে ট্যান রিমুভ করুন,ভাল ফল পাবেন৷ এছাড়া ট্যান ক্লিয়ার স্ক্রাব ব্যবহার করুন অনেক টা ট্যান কমে যাবে৷ তাছাড়া ফ্লোরার ভেজিটেবিল পিলিং দুধের সাথে লাগান তফাত টা আপনারই বুঝতে পারবেন৷
বাইরে থেকে এসে দুধ দিয়ে মুখ ধোবেন আর দই ও মধু দিয়ে প্যাক এর মতো বানিয়ে লাগান৷ গরমে ত্বককের যত্ন নিন, ভাল থাকুন৷
Be the first to comment