প্রতীকী ছবি,
যশোর রোডে বিধ্বংসী আগুন। মঙ্গলবার ভোররাতে ট্যাঙ্কার উল্টে এই আগুন লাগে। দমকলের ৪ টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে বেশ কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিভে যাওয়ার পর ট্যাঙ্কার সরাতে গিয়ে সম্পূর্ণ পুড়ে যাওয়া একটি দেহ উদ্ধার হয়। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
জানা গিয়েছে আজ ভোররাতে কেরোসিন নিয়ে একটি ট্যাঙ্কার যাচ্ছিল হাবড়ার দিকে। দত্তপুকুরের চালতাবেড়িয়া মোড়ে ট্যাঙ্কারটি উল্টে যায়। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় ট্যাঙ্কারটিতে। ভোররাতের বিধ্বংসী আগুনে এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৪ টি ইঞ্জিন। যায় দত্তপুকুর থানার পুলিশও। ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেশ কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্রেন দিয়ে রাস্তার ধার থেকে ট্যাঙ্কারটি সরানোর সময়ই পুরোপুরি পুড়ে যাওয়া একটি দেহ বেরিয়ে পড়ে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ক্রেন দিয়ে ট্যাঙ্কার সরানোর সময়ও আরেক দফা রাস্তা বন্ধ হয়ে যায়।
তবে পুলিশের অনুমান, মৃত ব্যক্তি ট্যাঙ্কারটির খালাসি। গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে গাড়ির চালক ও খালাসির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
Be the first to comment