পরিকল্পনার অভাবেই দুর্ঘটনায় মৃত্যু পরিযায়ী শ্রমিকদের, অভিযোগ তাপস রায়ের

TMC MLA and Minister Tapas Ray (tshirt) vacates his residence , he stays at 105 BB Ganguly st , on Thursday, September 05, 2019.Express photo.
Spread the love

ঔরঙ্গাবাদের দুর্ঘটনায় কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট রাজ্য সরকারকে দুষলেন এরাজ্যের মন্ত্রী তাপস রায়। তাঁর বক্তব্য, পরিকল্পনামাফিক সিদ্ধান্ত না নেওয়া হলে এমন ঘটনাই ঘটে । কেন্দ্রীয় সরকার এবং মধ্যপ্রদেশ সরকারের যথাযথ পরিকল্পনার অভাবেই মহারাষ্ট্রের কারমাদে আজ পরিযায়ী শ্রমিকদের মৃত্যু হল।

আজ ভোররাতে ঔরঙ্গাবাদের অদূরে কারমাদ এলাকায় এক মালগাড়ির ধাক্কায় 16 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত আরও পাঁচজন। এবিষয়ে রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন, ” খুবই মর্মান্তিক এবং দুর্ভাগ্যজনক ঘটনা । পরিকল্পনামাফিক সিদ্ধান্ত না হলেই এইরকম ঘটনা ঘটে। বহু জায়গা থেকে মানুষ হেঁটে রওনা দিয়েছে। সেখানেও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে । আর আজ তাই হল । যদিও বর্তমান পরিস্থিতিতে দোষ দেওয়া বা না দেওয়ার বিষয়ে আলোকপাত করে কোনও লাভ হবে না । একটাই আবেদন, যে সমস্ত জায়গায় নানা রাজ্য়ের শ্রমিক আটকে রয়েছেন, তাঁদের জন্য কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট রাজ্যগুলি যেন দৃষ্টিপাত করে।”

পরিযায়ী শ্রমিকদের সাম্প্রতিক অবস্থার কথা ব্যাখ্যা করে তৃণমূল নেতা বলেন, “দেড় মাস হয়ে গেল । এরপরও তাঁদের বাসস্থান, খাদ্যের কোনও ব্যবস্থা হয়নি । অর্থনৈতিক দিক থেকেও কোনও ব্যবস্থা হয়নি । আশা করব, আগামী দিনে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে ।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*