তাপস রায়ের বক্তব্যে বিধানসভায় হইচই, বিক্ষোভ বাম-কংগ্রেসের

Spread the love

বুধবার থেকে শুরু হয়েছে বিধানসভার বিশেষ অধিবেশন। গতকাল অধিবেশন শুরুর সময় রাজ্যপালের ভাষণ ছাড়াই অধিবেশন শুরু করে দেওয়া হয়েছিল। আর বৃহস্পতিবার অধিবেশন শুরু হতেই বিষয়টির বিরোধিতা করে বাম ও কংগ্রেস। এরপরই রাজ্যের মন্ত্রী তাপস রায় তাদের নিশানা করে বলেন, বাম-কংগ্রেস নির্লজ্জের দল। তিনি বিরোধীদের দিকে আঙুল তুলে ‘নির্লজ্জ – বেহায়া’ শব্দগুলি বলার সঙ্গে সঙ্গেই ধুন্ধুমার শুরু হয় বিধানসভার অধিবেশন কক্ষে।

প্রতিবাদ করেন সুজন চক্রবর্তী, আবদুল মান্নানরা। অধ্যক্ষের দিকে ছুটে যান বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। অধ্যক্ষের আশপাশে থাকা নিরাপত্তারক্ষীরা কার্যত চ্যাংদোলা করে সুজন চক্রবর্তীকে দূরে সরিয়ে দেন। এরপরই আরও উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার লবি।

পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সমগ্র ঘটনার নিন্দা করেন এবং ধিক্কার জানান। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে কেন্দ্র করে রাজ্যের ঐতিহ্য ও গরিমাকে কালিমালিপ্ত ও কলুষিত করা হয়েছে বলে মনে করছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, ২৩ জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালে মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে এই অভিযোগ নিয়ে আজ পয়েন্ট অব অর্ডার তোলা হয় বিধানসভায়। তাপস রায় তাঁর বক্তব্যে যে শব্দ দু’টি বিরোধীদের প্রতি ব্যবহার করেছেন তা বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । কংগ্রেস বিধায়ক অসিত মিত্র অধ্যক্ষের কাছে আবেদন জানান, তাপস রায়ের বক্তব্য প্রত্যাহার করার জন্য । এই নিয়ে দ্বিতীয় দিনের প্রথম পর্বের বিধানসভা অধিবেশন ধুন্ধুমার চেহারা নেয় ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*