পরিবারকে নিয়ে বউবাজারে দীর্ঘদিন ধরেই বসবাস করেন তৃণমূল বিধায়ক তাপস রায়। আর সেখানেই বারবার ফাটল ধরার ঘটনা ঘটছে। শুক্রবার সকালে ফের একাধিক বাড়িতে ফাটল ধরার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান তিনি। তাঁর বাড়ির বাঁদিকের একাধিক বাড়িতে আগেই ফাটল দেখা গিয়েছিল। এবার ডানিকের বাড়িগুলিতেও একই অবস্থা। এই ঘটনায় যে তিনি রীতিমতো আতঙ্কিত, সে কথাই জানালেন সংবাদমাধ্যমকে। একই সঙ্গে মেট্রো রেলের ভূমিকা নিয়ে এ দিন ক্ষোভ উগরে দিলেন তিনি। মেট্রোর বিরুদ্ধে সরব হয়েছে স্থানীয় পুর প্রতিনিধি বিশ্বরূপ দে-ও। তবে দিলীপ ঘোষের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের জন্যই এই অবস্থা।
খবর শুনেই এ দিন ঘটনাস্থলে ছুটে যান তাপস রায়। তিনি বলেন, ‘আজকের পর চিন্তা বাড়ল। মেট্রোর কারও সঙ্গে দেখা হলে বলব, আপনারা কি মস্করা করছেন? প্রয়োজনে ফোন করে বলব। জানতে চাইব ওদের উদ্দেশ্যটা কি? অভিপ্রায় কি?’ তিনি জানান, পরিবারকে নিয়ে ওই অঞ্চলেই থাকেন তিনি। নিচে অফিসও রয়েছে। সেই বাড়ির বাঁদিকের বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয় ২০১৯ সালে। এবার অন্যদিকেও একই অবস্থা। অনতিবিলম্বে যাতে ব্যবস্থা নেওয়া হয়, সেই আর্জিই জানিয়েছেন তিনি। তিনি জানতে চান, এটা প্রযুক্তিগত ভুল নাকি অন্য কিছু। তাঁর কথায়, এই আতঙ্ক নিয়ে বাস করা যায় না।
Be the first to comment