ইনস্টাগ্রামে রীতিমতো জনপ্রিয় ছিলেন ইরাকের মডেল তারা ফারেস। ফলোয়ার সংখ্যা প্রায় ২.৭ মিলিয়ন। হালফিলের ট্রেন্ডি পোশাক, বাহারের চুল, কায়দায় ট্যাটু এই সবের জন্যই তারা বিখ্যাত ছিলেন ইনস্টাগ্রামে। কিন্তু ইরাকের কট্টরপন্থীদের পছন্দ হয়নি তারার এই স্বাধীনচেতা জীবনযাপন। অনুমান, হয়তো সেই কারণেই গুলি করে খুন করা হয়েছে তারা ফারেসকে। স্থানীয় সময় অনুযায়ী ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে ইরাকের রাজধানী বাগদাদের ক্যাম্প সারা ডিস্ট্রিক্টে।
জানা গিয়েছে বাগদাদের বাসিন্দা হলেও তারা থাকতেন কুর্দিস্তানে। সেখান থেকেই বৃহস্পতিবার নিজের বাড়ি যাচ্ছিলেন ওই মডেল। নিজেই গাড়ি চালাচ্ছিলেন তারা। আচমকাই তাঁড় গাড়ী আটোকায় বেশ কয়েকজন দুষ্কৃতী। এরপর খুব কাছ থেকে তিনটি গুলি করা হয় তারাকে। লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ইরাকের অভ্যন্তরীণ মন্ত্রক।
এ দিকে তারা ফারেসের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সরব হয়েছে সোশ্যাল মিডিয়া। কেন কেউ নিজের ইচ্ছেমতো বাঁচতে চাইলেই তাঁকে খুন হতে হবে তা নিয়ে প্রশ্নও তুলেছেন নেটিজেনরা। তারার হত্যাকারীদের কঠোর শাস্তির দাবিতেও সোচ্চার হয়েছেন নেটিজেনদের একটা বড় অংশ।
Be the first to comment