রিপোর্টার- সুভাষ মজুমদার
অন্নকূট মহোৎসব হরিনাম প্রদায়িনী সভার উদ্দ্যোগে তারকেশ্বর মন্দিরপাড়া এলাকায় প্রতি বছরের ন্যায় এবারও রীতিমতো বিশেষ পূজাপাঠ, ভোগ প্রসাদ বিতরণ করা হয় ৷
উল্লেখ্য এই অন্নকূট উৎসব ৬২ তম বর্ষে পদার্পন করলো, এছাড়াও হুগলী জেলা ছাড়াও পাশের জেলা থেকে বহু ভক্তের সমাগম ঘটে। হরিনাম প্ৰদায়ানীর উপসমিতির যুগ্মসম্পাদক শম্ভুনাথ ভট্টাচার্য্য ও তাপস সাহা জানান যে এখানে ঠাকুরের মূলত ভাতের ঠাকুর,লুচির ঠাকুর, বদের ঠাকুর,ত্রিভুজ আকারে সাজানো হয়,এছাড়াও পায়েস, খিজুরি,বিভিন্ন ধরনের মালসায় ভোগ নিবেদন করা হয়।
সন্ধ্যায় বহু ভক্তের ভীড় হয় মন্দির প্রাঙ্গণ এলাকায় অন্নকূট উৎসব দেখতে ৷
Be the first to comment