ধানের চারা রোপনের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হলো তারকেশ্বরে

Spread the love

রিপোর্টার- (সুভাষ মজুমদার)

শুক্রবার আমন চাষের মরসুমে আধুনিক যন্ত্রের সাহায্যে ধান জমিতে ধানের চারা রোপনের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হলো তারকেশ্বরের রামনারায়ণপুরের চাষীদের। তারকেশ্বর ব্লকের কৃষি দপ্তরের উদ্দ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। রাজ্য কৃষি দপ্তরের উদ্দ্যোগে দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে আধুনিক যন্ত্রের সাহায্যে ধান চাষ করার প্রকল্প গ্রহণ করা হয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকারের BGREI প্রকল্পের মাধ্যমে।

এদিন কৃষি আধিকারিকরা তারকেশ্বরের চাষীদের জমিতে আধুনিক যন্ত্র দিয়ে কম সময়ে ও চাষের খরচ কমিয়ে কিভাবে মেশিনের সাহায্যে ধানের বীজ রোপন করা হবে তারই প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণ শিবিরে এলাকার চাষীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।

উপস্থিত ছিলেন তারকেশ্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা সঞ্জীব মণ্ডল, পুরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত, পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি সুমনা ঘোষ, পঞ্চায়েত সমিতির সদস্য তথা কৃষাণ ক্ষেত মজুর সেলের ব্লক সভাপতি পঙ্কজ কারক সহ কৃষি দপ্তরের অধিকারিকগণ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*