রিপোর্টার- (সুভাষ মজুমদার)
মঙ্গলবার তারকেশ্বর মঠের ভূতপূর্ব মোহান্ত মহারাজ শ্রীশ্রী শ্রীমদ্দন্ডিস্বামী হৃষীকেশাশ্রম মহারাজ বিগত ১৫ই আষাঢ় ৩০শে জুন শনিবার ব্রহ্মলীন হয়েছেন । আজ ১৭ই জুলাই মঙ্গলবার তারকেশ্বর মঠে ভান্ডারা অনুষ্ঠানের মধ্যে দিয়ে হাজার হাজার ভক্তরা সেবা নিলেন। উল্লেখ্য মোহান্ত মহারাজজী দীর্ঘ ৬০ বছর ধরে এই মঠের মঠাধীশ ছিলেন এবং তারকেশ্বরে তিনি স্কুল, কলেজ থেকে আরম্ভ করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে ভূমিদান করে গেছেন।
এছাড়াও তিনি তারকেশ্বরবাসী সহ বিশ্বের ভক্তকূলকে আশীর্বাদ করে গেছেন। আজ এই মহতী ভাণ্ডারায় দন্ডিস্বামী সুরেশ্বরআশ্রম মোহান্ত মহারাজ (ছোটবাবা)-র তত্ত্বাবধানে তারকেশ্বরবাসী এই মহৎ কাজে ঝাঁপিয়ে পড়েন। এছাড়াও তারকেশ্বর এস্টেটের ম্যানেজার প্রশান্তজীবন ভট্টাচার্য, তারকেশ্বর পুরসভার উপপুরপ্রধান উত্তম কুন্ডু, বিশিষ্ট সমাজসেবী তথা এস্টেট পরিচালন কমিটির সম্পাদক রামেন্দু সিংহ রায় উপস্থিত ছিলেন।
ছিলেন আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার ছাড়াও এই ভাণ্ডারায় পুরোহিতমন্ডলী তারকেশ্বর প্রদর্শকসংঘ , মালিকসংঘ ,মন্দির কমিটি, দোকানদার কমিটি , মন্দিরের হকার্স কর্মচারীরা থেকে শুরু করে বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
Be the first to comment