রিপোর্টার- (সুভাষ মজুদার)
রাজ্য জুড়ে প্রশাসনিক ভাবে পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ। পরিবেশর ভারসাম্য এবং নির্মল সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সপ্তাহ ব্যাপী সচেতনতা শিবির করে উৎসাহী করা হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী দের। সেই মতো মঙ্গলবার হুগলি গ্রামীন পুলিশের সহযোগিতায় তারকেশ্বর থানার উদ্দ্যোগে নির্মল সবুজ পরিবেশ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় তারকেশ্বরের মুক্তারপুর প্রাথমিক বিদ্যালয়ে।
তারকেশ্বর থানার ওসি অমিত মিত্র এদিন স্কুলের ছেলেমেয়েদের এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে নিয়ে স্কুল প্রাঙ্গণে প্রায় ১০০টি ফলের গাছ লাগান এবং শিবির শেষে প্রত্যেক ছাত্রছাত্রীদের হাতে একটি করে গাছ তুলে দেন । উক্ত শিবিরে উপস্থিত ছিলেন তালপুর অঞ্চলের বিদায়ী প্রধান সেখ শাহ আলম, বিশিষ্ট সমাজসেবী পঙ্কজ কারক, স্কুলের প্রধান শিক্ষক কানাইলাল ভট্টাচার্য্য সহ আরও অনেকে ৷
Be the first to comment