রিপোর্টার- (সুভাষ মজুমদার)
অপরাধ ঠেকাতে, দূষ্কৃতিদের চিহ্নিত করতে তারকেশ্বর শহর মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়। তার কন্ট্রোল রুম উদ্বোধন হলো মঙ্গলবার। উদ্বোধন করেন হুগলি গ্রামীন পুলিশ সুপার সুকেশ জৈন। আর কয়েক দিন পরেই শ্রাবণী মেলা শুরু হবে তারকেশ্বরে। লাখো লাখো ভক্তের ঢল নামবে। কঠোর নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হবে তারকেশ্বর শহর।তারই প্রস্তুতি শুরু হয়েছে। সেই জন্যই বসানো হয়েছে ৫৪টি ক্যামেরা। অন্যদিকে যান চলাচল নিয়ন্ত্রন করতে চাঁপাডাঙায় ট্রাফিক চেকপোষ্ট এবং একটি এ্যাম্বুলেন্স উদ্বোধন করেন পুলিশ সুপার।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামানাসিস সেন, ডি এস পি হেডকোটার গ্রামীন অরিন্দম দাস তারকেশ্বর সি আই গোবিন্দ বিশ্বাস, ওসি অমিত কুমার মিত্র, ওসি হরিপাল মিন্টু সরকার, ওসি সিঙ্গুর সুখময় চক্রবর্তী। এছাড়াও পুলিশের আধিকারীকগণ, বি ডি ও জয়গোপাল পাল, পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি সুমনা ঘোষ উপস্থিত ছিলেন।
Be the first to comment