মানুষের পায়ে ধরে প্রাণ বাঁচানোর আর্জি হনুমানের, তবে শেষরক্ষা করতে ব্যর্থ স্থানীয়রা

Spread the love
রিপোর্টার- (সুভাষ মজুমদার)
কুকুরের কামড়ে আহত হয়ে হাতজোড় করে মানুষের পায়ে ধরে প্রাণ বাঁচানোর আর্জি হনুমানের। ঘটনা তারকেশ্বরের বাসদেবপুর গ্রামের। উল্লেখ্য, গ্রামের মানুষ লক্ষ করেন রবিবার সন্ধ্যায় একটি হনুমান আহত অবস্থায় তাদের গ্রামের ঢোকে এবং সামনে যাকে দেখতে পায় তার পায়ে ধরে হাত জড়ো করে কিছু একটা বলতে চেষ্টা করে। বিষয়টি দেখে অনেকেই প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু গ্রামের মানুষ বুঝতে পারে যখন হনুমানটি মাটিতে ঢলে পড়ে। তড়িঘড়ি একজন গ্রামীন চিকিৎসক কে ডাকা হয়। তারই পরামর্শে ক্ষতস্থানে ঔষধ লাগানোর ব্যবস্থা করেন গ্রাম বাসীরা। অবস্থার অবনতি হতে শুরু করে হনুমানটির। কোনো উপায় না দেখে সেলাইন এর ব্যবস্থা করা হয় এবং যন্ত্রনা উপশমের জন্য ঘুমের ইনজেকশন দেওয়া হয়। গ্রামের মানুষ উদ্বিঘ্ন হয়ে উঠে হনুমানটির এই অবস্থা দেখে। অবশেষে গ্রামেরই একটি ক্লাবে চিকিৎসা শুরু করা হয়।
তারকেশ্বরের একমাত্র পশু চিকিৎসা কেন্দ্র বালিগড়িতে যোগাযোগ করলে সেখান থেকে পরিষেবা পাওয়া যাবেনা বলে জানিয়ে দেওয়া হয়, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। এমনকি প্রশাসনিক ভাবে কেউই সহযোগিতার হাত বাড়ায়নি বলে দাবি গ্রামবাসীদের। অবশেষে কোনো উপায় না পেয়ে নিজেরাই সেবা শুরু করেন হনুমানটির। কুকুরের কামড়ের ফলে হনুমানটির শরীরের পিছনের দিকে অনেকটা ক্ষতের সৃস্টি হয়েছে। জানা গিয়েছে রবিবার সারারাত ধরে গ্রামের কিছু মানুষ শুশ্রূষা করেন হনুমানটির।
তবে শেষ রক্ষা আর হল না। সোমবার সকাল ১১টা নাগাদ প্রান হারালো হনুমানটি। গ্রামের মানুষই শেষকৃত্য সম্পন্ন করে হনুমানটির।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*