রিপোর্টার- (সুভাষ মজুমদার)
ধারের টাকা শোধ করতে না পেরে অপমানে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। তারকেশ্বর থানার ১ নম্বর ওয়ার্ডের বাজিতপুর এলাকার ঘটনা। জানা গিয়েছে, আত্মঘাতী গৃহবধূর নাম লক্ষী সাঁতরা (৪৭)। স্বামী বাবলু মন্ডল। লক্ষী দেবীর এক ছেলে ও এক মেয়ে। মেয়ে বিবাহিত।
প্রসঙ্গত, আজ সকাল সাড়ে ৮ টা নাগাদ লক্ষীকে নিজের ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। পরে উদ্ধার করে তাকে তারকেশ্বর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক লক্ষীদেবীকে মৃত বলে ঘোষণা করেন। পরে তারকেশ্বর থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্রে খবর একটি বেসরকারি সংস্থা থেকে ঋন নিয়েছিলেন লক্ষদেবী। সংসারে সচ্ছলতা ফেরানোর জন্যই লোন নিয়ে কিছু করার চেষ্টা করছিলেন। ওই লোনের সাপ্তাহিক কিস্তি মেটানোর তারিখ ছিল আজ।কিন্তু সেই টাকা জোগাড় করতে না পেরেই তিনি আত্মঘাতী হন বলে খবর।
লক্ষীদেবীর ছেলে সৌমেন সাঁতরা বলেন, ধার নিয়ে টাকা শোধ করতে পারেনি মা। যারা টাকা পায় তারা খুব চাপ দিচ্ছিল, সেই চাপ সহ্য করতে না পেরেই মা আত্মহত্যা করেছে। যদিও এবিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
Be the first to comment