রিপোর্টার- (সুভাষ মজুমদার)
বজ্রপাতকে প্রশমিত করতে শঙ্খ বাজিয়ে বরুণদেবকে তুষ্ট করার চেষ্টা এলাকার গৃহবধূদের। তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজারের বটতলা এলাকার ঘটনা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে আকাশে তখন রোদ ও মেঘের খেলা, হঠাৎ বিকট শব্দে বজ্রপাত। ঘটনার জেরে এলাকার একটি নারকেল গাছে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। দ্রুত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে একটি ইঞ্জিন এসে নারকেল গাছের আগুন নেভায়। তবে দমকল আসার আগেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাড়ার মহিলারা তখন এই ভয়ার্ত অবস্থা থেকে বাঁচতে বরুণদেবকে তুষ্ট করার জন্য শঙ্খ বাজাতে শুরু করেন। তারপরই নেমে আসে ঝিরঝিরে বৃষ্টি।
যদিও ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কয়েকটি বাড়িতে শর্ট সার্কিটের কারনে এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। প্রচন্ড দাবদহে অস্বস্তিতে এলাকার মানুষজন।
Be the first to comment