রিপোর্টার- (সুভাষ মজুমদার)
বর্ষার মরসুমে হুগলি জেলার বন্যা কবলিত এলাকাগুলিকে বন্য নিয়ন্ত্রণ ও মোকাবিলা করার লক্ষেই মূলত এই বৈঠক।
বৈঠক উপস্থিত ছিলেন মন্ত্রী অসীমা পাত্রও তপন দাশগুপ্ত এবং জেলার সমস্ত বিধায়করা।এছাড়াও উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক কর্তাব্যক্তিরা।
আলোচনায় উঠে আসে বন্যা প্লাবিত এলাকার বাঁধ নির্মাণ এবং পলি যুক্ত নদীগুলির সংস্কার।
দামদরের বাঁধ নির্মাণ এবং দামোদর সংলগ্ন শাখা নদী বা খাল গুলি সংস্কারের যে সব কাজ শুরু হয়েও বন্ধ হয়ে গেছে সেগুলি আবার খতিয়ে দেখে পুনরায় চালু করা। নতুন করে দামদরের বাঁধ নির্মাণের জন্য আলোচনা হয়।
হুগলি জেলায় অতি বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হলে আগাম সতর্কতা হিসাবে যে পদক্ষেপ নেওয়া হবে তা আলোচনা হয় এই বৈঠকে।
বৈঠক শেষে সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন আগামী বর্ষায় অতি বৃষ্টি বা ডিসিসির জল ছাড়া হলে, বন্যার সৃষ্টি হয় বিশেষ করে হুগলির বেশ কিছু বিস্তীর্ণ অঞ্চলে, তা আগাম কি ভাবে মোকাবিলা করা হবে তার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই বৈঠক থেকে।
আরও বলেন এলাকার জন প্রতিনিধির খুব ভালো কাজ করছেন কারণ এলাকার খুঁটিনাটি খবর তারাই দিতে পারছেন।
২০১৯ এর জানুয়ারী থেকে হুগলির ভিবিন্ন জায়গায় শুরু হবে বাঁধের কাজ।
Be the first to comment