জলের অপব্যবহার রুখতে তারকেশ্বর পৌরসভার অভিযান

Spread the love
সুভাষ মজুমদার, 
জলের অপব্যবহার রুখতে তারকেশ্বর পৌরসভার বিশেষ উদ্যোগ। বৃহস্পতিবার সকালে তারকেশ্বর পৌরসভার ৪, ৫, এবং ৬ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি অভিযান চালান তারকেশ্বর পৌরসভার পানীয় জল দপ্তরের আধিকারিকরা। পৌরসভার দুজন আধিকারিক ও বেশ কয়েকজন পৌরকর্মীদের নিয়ে এই অভিযান চলে। সকাল সকাল পৌরকর্মীদের বাড়িতে দেখে হকচকিয়ে যান এলাকার বাসিন্দারা। তবে এই অভিযানে সহমত প্রকাশ করেন এলাকার বাসিন্দারা। ৫নং ওয়ার্ডের একটি বাড়ি থেকে জল তোলার একটি পাম্প বাজেয়াপ্ত করেন পৌর অধিকারিকরা। এলাকায় সচেতন করা হয় অযথা পানীয় জলের অপব্যবহার যাতে না করা হয়। জলের অপব্যবহার রুখতে এই অভিযান চলবে তারকেশ্বর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে।
এব্যাপারে তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত বলেন বিভিন্ন জায়গায় পানীয় জলের অপব্যবহার হচ্ছে এই ধরণের অভিযোগ পেয়ে পৌরসভার পক্ষ থেকে জলদপ্তরের একটি টিম অভিযান চালায়। সেখানে একটি পাম্প বাজেয়াপাপ্ত করা হয়েছে এবং অভিযানের ফলে যারা আসাধু উপায়ে পানীয় জলের অপব্যবহার করছিল তাদের সতর্ক করা হয়েছে। পৌর এলাকায় পানীয় জলের সঠিক পরিসেবা দিতে আগামী দিনে এই ধরণের অভিযান চলবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*