রিপোর্টার- (সুভাষ মজুমদার)
বছর ১২-এর নেহাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল তারকেশ্বর থানার পুলিশ। পুরো নাম নেহা দে, বয়স ১২। হাওড়ার সাঁতরাগাছির বাসিন্দা সে। স্থানীয় এক হিন্দি মিডিয়াম স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে তারকেশ্বর আসে নেহা। তারপর তারকেশ্বর স্টেশনেই রাত কাটায়। পরে পুলিশ তাকে দেখতে পেলে জানতে পারে কোনও কারনে সে হারিয়ে গিয়েছে। এরপর তারকেশ্বর থানার পুলিশ ছোট্ট নেহাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং সাঁতরাগাছি থানার সঙ্গে যোগাযোগ করে। তারপরই খবর দেওয়া হয় বাড়িতে। পরে পরিবারের লোক এসে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়।
জানা গিয়েছে, বাবা সঞ্জীব দে এক্সপ্রেস ট্রেনের খাবার দেওয়ার কাজ করেন। মা নেই তাই ঠাকুমা জয়ন্তী দে তাকে মানুষ করছে। বাড়িতে তাকে আদর যত্নের সাথে মানুষ করছেন তিনি। একটু আধটু বকাবকি করতে হয়, তারজন্য বাড়ি থেকে পালিয়ে যাবে বুঝতে পারেন নি; এমনটাই জানিয়েছেন নেহার ঠাকুমা জয়ন্তী দে।
এদিকে নেহা জানায় ঠাকুমা বকাবকি করায় রাগে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে।
Be the first to comment