তারকেশ্বর ডেভলপম্যান্ট অথরিটি বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হল পৌরভবনের সভাকক্ষে। চলতি বছরের ১লা জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারকেশ্বরে প্রশাসনিক বৈঠকে এসে তারকেশ্বর উন্নয়ন পর্ষদ ( ডেভলপম্যান্ট অথরিটি বোর্ড) এর ঘোষণা করেন। গত ৭ ই জুলাই উন্নয়ন পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কোনও কাজ সাধারণ মানুষের চোখে না পড়ায় সমালোচনার ঝড় ওঠে। উন্নয়নের বর্ণনা ছড়াই সভার পক্ষ থেকে ৮ কোটি ৮৪ লক্ষ ৬০০ টাকার টেন্ডার ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তে তারকেশ্বরের কাউন্সিলারদের মধ্যে বেশকিছু জন সিদ্ধান্তের বিরোধীতা করেন। বৃহস্পতিবার দ্বিতীয় বৈঠকে অংশগ্রহণ করেন ববি হাকিম। উপস্থিত ছিলেন তারকেশ্বর ডেভলপম্যান্ট অথরিটি বোর্ডের চেয়ারম্যান ফিরাদ হাকিম, সহসভাপতি বেচারাম মান্না, চন্দননগরের মহকুমাশাসক সানা আখতার, আরামবাগ লোকসভার সাংসদ অপরূপা পোদ্দার, হুগলি জেলার জেলাশাসক সঞ্জয় বনসল, তারকেশ্বর বিধায়ক রচপাল সিং, তারকেশর পুরসভার পুরপ্রধান স্বপন সামন্ত । বৈঠক শেষে সূত্রের খবর দ্রুত সমস্ত সমস্যা মিটিয়ে উন্নয়ন পর্ষদের কাজ শুরু হবে।
Be the first to comment