সুভাষ মজুমদার –
সমাজে বিলুপ্তির পথে জীব-জন্তু, পশু-পাখি, গাছ-পালার আইন স্বীকৃত নথি তৈরির কর্মশালা হয়ে গেল হুগলির তারকেশ্বরে।
বায়োলজিক্যাল ডাইভার্সিটি 2002 ও 2004 এবং রাজ্য সরকারের 2005এর আইন অনুযায়ী রাজ্য সরকারের জীব বৈচিত্র্য পর্ষদের মাধ্যমে এই কর্মশালা শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে। প্রতিটি জেলার প্রতিটি ব্লকে ব্লকে শুরু হয়েছে লুপ্তপ্রায় জীব জগৎকে বাঁচিয়ে রাখার এই কর্মশালা।
মূলত এলাকার প্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী যে সমস্ত পশু পাখি বিভিন্ন ধরণের গাছ, মাছ, এমনকি ফুল ফল আজ বিলুপ্তির পথে তা আইনত নথি তৈরি করে সেগুলিকে বাঁচিয়ে রাখাই প্রধান উদ্দ্যেশ্যে।
তারকেশ্বর ব্লকের কর্মকর্তাদের সহযোগিতায় এলাকার সাধারণ মানুষ থেকে ছাত্র ছাত্রীদের নিয়ে হয়ে গেল নথি তৈরির কর্মশালা। প্রশিক্ষক হিসাবে হাজির ছিলেন রাজ্য সরকারের রিসার্চ অফিসার ডঃ অনির্বান রায়। এছাড়াও হাজির ছিলেন তারকেশ্বরের বিডিও জয় গোপাল পাল।
Be the first to comment