আগামী ২৩ জুন, মঙ্গলবার রথযাত্রা। ওই দিন ভক্তদের জন্য খুলতে চলেছে তারাপীঠ মন্দিরের দরজা। রবিবার তারাপীঠ মন্দির কমিটি এবং সেবায়েতদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মন্দিরের দরজা খুললেও কঠোরভাবে সামাজিক দূরত্বের বিধি মেনে চলতে হবে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। আপাতত গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হবে না দর্শনার্থীদের। বাইরে থেকে দর্শন করেই ফিরতে হবে। বন্ধ থাকছে রথযাত্রাও। তারাপীঠের হোটেলগুলিতে কী কী স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে সেই সংক্রান্ত সবিস্তার নির্দেশিকা জারি করেছে প্রশাসন।
মন্দির কমিটি সুত্রে খবর, সকল দর্শনার্থী ও সেবায়েতদের ক্ষেত্রে মাস্ক এবং হ্যান্ড গ্লাভস পরা বাধ্যতামূলক। সেইসঙ্গে মন্দিরে প্রবেশের আগে প্রত্যেকের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে দেখা হবে। এই কাজের জন্য মন্দির চত্ত্বরে করা হয়েছে মেডিকেল ক্যাম্প।
ইতিমধ্যে তিনটি স্যানিটাইজার ট্যানেল বসানো হয়েছে তারাপীঠ মন্দিরের তিনটি গেটে। দর্শনার্থীরা তার ভিতর দিয়ে মন্দিরে প্রবেশ করবেন। সামাজিক দুরত্ব বজায় রেখে পুন্যার্থীদের দাঁড়াতে হবে। প্রত্যেকের সঙ্গে কম করে ৬ ফুট দূরত্ব রেখে মন্দির চত্বরে দাঁড়াতে হবে। আগের মতো গর্ভগৃহে প্রবেশ করে কোনও পুজো বা অঞ্জলির ব্যবস্থা থাকছে না নতুন নিয়মে। শুধুমাত্র সেবায়েতরাই গর্ভমন্দিরে প্রবেশ করতে পারবেন। দর্শনার্থীদের হয়ে সেবায়েতরাই পুজো দিয়ে আসবেন। আগের মতো কোনও সিঁদুর, চরণামৃত দেওয়ার ব্যবস্থা থাকছে না। নাট মন্দির থেকে মাকে দর্শন করে ফিরতে হবে দর্শনার্থীদের।
Be the first to comment