ভোট চলছে, এদিকে দলবল নিয়ে তারাপীঠে আরাধনায় ‘মগ্ন’ সিআরপিএফ আইজি

Spread the love

তারাপীঠে সতীর্থদের নিয়ে পুজো দিতে গিয়ে বিপাকে সিআরপিএফের (CRPF) আইজি। কর্তব্যরত অবস্থায় কী ভাবে তিনি পুজো দিতে গেলেন তা জানতে চেয়ে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার অষ্টম দফার ভোটে এই ঘটনা। সিআরপিএফের ওই আইজির নাম এসকে মোহান্তি।

এদিন ভোট চলছে বীরভূমের ১১টি বিধানসভা কেন্দ্রে। একদিকে যখন ভোটগ্রহণ চলছে, তখন কর্তব্যরত অবস্থায় সিআরপিএফের আইজি কী ভাবে পুজো দিতে গেলেন সে প্রশ্ন উঠেছে। শুধু তিনি একাই নন, কর্তব্যরত একাধিক জওয়ানকে তাঁর সঙ্গে এদিন মন্দিরে দেখা যায়। প্রায় ঘণ্টাখানেক মন্দিরে ছিলেন তাঁরা।

যদিও এই প্রথমবার নয়। এর আগে ২০১৬ সালেও বিধানসভা ভোট চলাকালীন দেখা গিয়েছিল, কর্তব্যরত বহু সিআরপিএফ জওয়ান হাজারিবাগে ঘুরছেন। যা নিয়ে হইচই পড়ে যায়। রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট করাতে আসেন যাঁরা, তাঁরা কী ভাবে ভোট চলাকালীন এদিক ওদিক ঘুরে বেড়ান তা নিয়ে প্রশ্ন ওঠে। এবারও একই ঘটনা। তবে একজন আইজি কী ভাবে এটা ঘটালেন তা নজরে কমিশনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*