
রোজদিন ডেস্ক, কলকাতা:- শহরে ফের টার্গেট বৃদ্ধ দম্পতি। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার ঘটনাস্থল দমদম। জানলার গ্রিল ভেঙে দোতলায় উঠে লুঠপাঠ চালাল একদল দুষ্কৃতী। অভিযোগ উঠেছে ছুরি দেখিয়ে হাত দিয়ে মুখ চেপে প্রাণনাশের হুমকি দিয়ে সর্বস্ব লুট করে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। শুধু তাই নয় বৃদ্ধা গৃহকর্ত্রীর গলায় ধারালো অস্ত্র ধরে গা থেকে সমস্ত গয়না খুলে নেওয়া হয়। এমনই দুঃসাহসিক ঘটনার সাক্ষী থাকল দমদম পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নলতা স্কুলবাড়ি রোড এলাকা। তবে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা এখন স্পষ্ট নয়। এই ঘটনা নিয়ে তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তদের খুঁজতে খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।
রবিবার রাত ২ টো নাগাদ মাথায় হেলমেট পড়ে সাতজনের দুষ্কৃতী দল কাঁধে ব্যাগ নিয়ে বাড়িতে প্রবেশ করে। এরপর দোতলা বাড়ির একতলার জানলার গ্রিল ভেঙে ঘরে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। তারপর সোজা দোতলায় উঠে বৃদ্ধা গৃহকর্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে, মুখ চেপে ধরে, খুনের হুমকি দিয়ে তারা লুঠপাট চালায়।
পুলিশ সূ্ত্রে খবর, বাড়ির গৃহকর্ত্রী বছর ৭২-এর পুতুল মজুমদারকে মুখ চাপা দিয়ে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে লুঠতরাজ চালায় দুষ্কৃতীরা। ওই মহিলার শরীরে আংটি-সহ সমস্ত অলংকার খুলে নেয় দুষ্কৃতীরা। ঘরের আলমারি ভেঙে লুঠ চালানো হয় দীর্ঘক্ষণ। এমনকী প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় মহিলাকে। ভয়ে প্রতিরোধ করতে পারেননি তিনি। সর্বক্ষণ ঠাকুরের নাম-সংকীর্তন নিয়েই ব্যস্ত থাকেন তিনি। এমন ঘটনায় রীতিমতো ভয়ে সিঁটিয়ে গিয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে খবর, মহিলার স্বামী পক্ষাঘাতগ্রস্ত। ৭৫ বছরের বৃদ্ধ শঙ্কর মজুমদার সেই কারণে আট বছর ধরে শয্যাশায়ী। বাড়িতে তারা দু’জন একাই ছিলেন। দম্পতির ছেলে দেবাশিস মজুমদার কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকেন। একতলার ঘরে ভাড়াটে থাকেন। যদিও এদিন তিনি ছিলেন না। পেছনে একতলায় ভাড়া দেওয়া ঘরে কেউ না থাকার সুযোগ নিয়েই জানালার গ্রিল ভেঙে লক খুলে দোতালায় উঠে যায় দুষ্কৃতীরা।
ঘটনার নেপথ্য কারা খতিয়ে দেখছে পুলিশ। তবে এলাকাবাসীদের দাবি, এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। ঘটনাস্থলে পৌঁছেছে দমদম থানার পুলিশ। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। পাশাপাশি দুষ্কৃতীদের চিহ্নিত করতে আশেপাশের নিরাপত্তার দায়িত্বে রাখা সিসিটিভি ফুটেজগুলিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, ২ দিন আগেই কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ধারে বিডন স্ট্রিট ক্রসিংয়ে অভিজাত বাড়িতে একাকী বৃদ্ধাকে টার্গেট করে গভীর রাতে বাড়িতে লুঠ চালায় দুষ্কতীরা। বাড়িতে ওই বৃদ্ধার সঙ্গে থাকেন এক পরিচারিকা। নিচে এক কেয়ারটেকারও থাকেন। রাতে জল খেতে চান কেয়ারটেকার। দরজা উপর থেকেই খুলে দেন পরিচারিকা। এরপরই দুষ্কৃতীরা উপরে উঠে যায়। ঘনিষ্ঠ মহলেই অভিযুক্তরা লুকিয়ে কিনা, তা তদন্ত করে দেখছে পুলিশ।
Be the first to comment