অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের জীবনাবসান, শোকপ্রকাশ মোদী, রাহুলের

Spread the love

অসমের তিন বারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গত একমাস ধরে কোভিড পরবর্তী নানান জটিলতায় ভুগছিলেন তিনি। ২৩ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল যাবতীয় কর্মসূচি বাতিল করে গুয়াহাটি ফিরে আসেন। বিভিন্ন রাজনৈতিক মহল থেকে তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করা হয়। অসমের ক্রীড়াব্যক্তিত্ব হিমা দাসও শোকপ্রকাশ করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। টুইটে তিনি লেখেন, তরুণ গগৈ ছিলেন জনপ্রিয় নেতা। প্রবীণ প্রশাসক। অসমের পাশাপাশি তাঁর কেন্দ্রে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ছিল। তাঁর প্রয়াণে গভীরভাবে শোকাহত। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার এবং সমর্থকদের সমবেদনা জানাচ্ছি। ওম শান্তি।

শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তিনি লেখেন, শ্রী তরুণ গগৈ ছিলেন সত্যিকারের একজন কংগ্রেস নেতা। তিনি তাঁর সারা জীবন অসমের সব মানুষ এবং সম্প্রদায়কে একসঙ্গে নিয়ে আসার জন্য উৎসর্গ করেছিলেন। আমার কাছে তিনি ছিলেন অসামান্য এবং জ্ঞানী। আমি তাঁকে গভীর ভাবে ভালোবাসতাম এবং অত্যন্ত শ্রদ্ধা করতাম। আমি তাঁকে মিস করব। গৌরব (গগৈ) এবং তাঁর পরিবারের প্রতি ভালোবাসা এবং সমবেদনা জানাচ্ছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*