সল্টলেকের মার্কেটে হানা টাস্ক ফোর্স অফিসারদের

Spread the love

কাঁচা সবজির অবাধ, ও বেলাগাম মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে আজ সল্টলেকে CA মার্কেট, CK মার্কেট সহ বেশ কয়েকটি বাজারে হানা দিল টাস্ক ফোর্স । দীর্ঘ দিন ধরে অভিযোগ সল্টলেক অভিজাত এলাকা হওয়ায় কাঁচামাল ব্যবসায়ীরা ক্রেতাদের থেকে বাজার মূল্য থেকে মাত্রাতিরিক্ত পরিমাণে কাঁচামালের দাম নেন । আজ এক ব্যবসায়ীকে 100 টাকার বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে হাতেনাতে ধরে টাস্ক ফোর্স । ওই ব্যবসায়ীকে প্রথম বারের জন্য সতর্ক করেন অফিসাররা।

টাস্ক ফোর্সের আধিকারিকরা জানতে চান, সবজি কোথা থেকে আনা হচ্ছে, কত টাকা দরে ব্যবসায়ীরা কাঁচামাল কিনছেন ? পাইকারি থেকে নিজের দোকানে আনতে কত টাকা পরিবহণ খরচ লাগছে । অবশেষে কত টাকা বেশি নিয়ে বিক্রেতারা ওই দ্রব্য বিক্রি করছে তা খতিয়ে দেখেন । অত্যাধিক মূল্য আটকাতে পুলিশকেও নজরদারির করতে নির্দেশ দেন তাঁরা ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*