অসমের নাগরিকপঞ্জি নিয়ে এবার মুখ খুললেন তসলিমা নাসরিন

Bangladesh Author Tasleema Nasreen. Express Photo by Tashi Tobgyal New Delhi 241016
Spread the love
গরম গরম কথায় বিতর্ক তৈরি করা তাঁর পুরনো অভ্যেস। অনেকে বলেন বিতর্কে থাকাটাই তাঁর কাজ। আর সেই তসলিমা নাসরিন জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে মুখ খুলবেন না তা আবার হয় নাকি!
যে ইস্যুতে ভারত, বাংলাদেশ, হিন্দু, মুসলিমের মতো বিষয় আছে সেখানে এই সাহিত্যিকের মুখ না খোলাটাই অস্বাভাবিক। কিন্তু তসলিমা নিজের স্বাভাবিকতা বজায় রেখেই টুইট করে লিখলেন, “ভারতে যথেষ্ট মুসলিম আছে। প্রতিবেশি দেশ থেকে আর মুসলিম আসার দরকার নেই। কিন্তু সমস্যা হচ্ছে ভারতের রাজনীতিকরা তাঁদের চান।”
প্রসঙ্গত সোমবার অসম সরকার জাতীয় নাগরিক পঞ্জি প্রকাশ করে। সেখানে প্রায় ৪০লক্ষ মানুষেরা নাম নেই। এই তালিকায় নাম না থাকা মানে নাগরিক পরিচয়হীন হয়ে পড়া। সেই হিসেবে ওই তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই রাষ্ট্রহীন হয়ে পড়েছেন লক্ষ লক্ষ মানুষ। এই রাজনৈতিক উত্তাপও তুঙ্গে। উনিশের ভোটের আগের বছর এরকম একটা ইস্যুতে বিজেপির বিরুদ্ধে খড়্গহস্তে নেমে পড়েছে বিরোধী দলগুলি। বিজেপিও তাদের রাজনৈতিক রুট মেনে জাতীয়তাবাদের আবেগে তাত দিচ্ছে। এই পরিস্থিতিতে তসলিমার এই বক্তব্য এনআরসি আগুনেই ঘি দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*