টাটার ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। কারখানার ব্লাস্ট ফার্নেসের বিস্ফোরণের জেরে আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন কর্মী। যদিও এই ঘটনায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ওড়িশার ঢেঙ্কানল জেলার মেরামণ্ডলীতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং আহতদের উদ্ধার করে কটকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। যদিও আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকা বিএফএফপি ২ পাওয়ার প্ল্যান্ট থেকে গ্যাস বেরোতে শুরু করে। সেটি মেরামতির কাজ করছিলেন কিছু কর্মী এবং ইঞ্জিনিয়ার। তখনই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে ওই কর্মী এবং ইঞ্জিনিয়ারদের গায়ে গরম জল ছিটকে পড়ে। যদিও এই বিষয়ে টাটা স্টিলের তরফে জানানো হয়েছে, আহতদের চিকিৎসা চলছে। এমনকি ওই আহত কর্মীদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
Be the first to comment