তিনি দল ছাড়ছেন না ৷ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের দল ছাড়ার প্রস্তাবে জবাব দিয়ে একথা জানিয়ে দিলেন বিজেপির প্রবীণ নেতা তথাগত রায় ৷ তবে হুমকির সুরে তিনি জানিয়েছেন, দল ছাড়লে অনেক গুপ্ত কথাই ফাঁস করে দিতে পারেন। তিনি দলের পাশেই থাকবেন ও দলকে আলো দেখানোর চেষ্টা করে যাবেন ৷
শনিবার তথাগত রায়কে একহাত নিয়েছিলেন দিলীপ ঘোষ ৷ তিমি বলেন, “তথাগত রায় দলের ক্ষতি করছেন ৷ বারবার তিনি বিজেপিকে আক্রমণ করেছেন ৷ বারবার তিনি দাবি করেছেন যে, রাজ্য নেতৃত্বের দুর্দশা দেখে তিনি লজ্জিত ৷ লজ্জা লাগলে দল ছেড়ে চলে যান ৷ কতদিন এ ভাবে লজ্জা পাবেন? দল ছেড়ে দিন ৷”
দিলীপের এই প্রস্তাবের জবাব দিয়ে রবিবার টুইট করেছেন তথাগত রায়। তিনি লিখেছেন, শনিবার থেকে ফোনে ফোনে জর্জরিত হয়ে গেলাম। সকলকে আশ্বস্ত করছি এই বলে, যে আমি স্বেচ্ছায় দল ছাড়ছি না। আমি আপাতত এখন সাধারণ সদস্য। এই অবস্থাতেই যাত্রার বিবেকের ভূমিকা পালন করে যাব। দল ছাড়তে পারলে সব গুপ্ত কথাই ফাঁস করতে পারতাম কিন্তু এখনই তা হচ্ছে না।”
টুইটে তিনি আরও লিখেছেন, “আজকে বহু চ্যানেল ও পোর্টাল এসে এই মন্তব্য নিয়ে আমাকে জ্বালিয়ে খেয়েছে। সকলকে একই উত্তর দিয়েছি। তা হল, এর জবাব দিলীপ ঘোষ বুঝতে পারবেন না, তাই পন্ডশ্রম করে লাভ নেই। এই মন্তব্যকে আমি বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছি না।”
তথাগতর কথায়, “জয় বন্দ্যোপাধ্যায় বিজেপি ছেড়েছেন ৷ ক্রমাগত এই রক্তক্ষরণ পশ্চিমবঙ্গের বিজেপির জন্য ভাল হচ্ছে না ৷ আমি লজ্জিত হলে যেন দল ছেড়ে চলে যাই, এই পরামর্শ দিয়েছেন দিলীপ ঘোষ ৷ তাঁর এই কথায় গুরুত্ব দিইনি ৷ আমি একজন সাধারণ সদস্য ৷ আমি দলে থাকব এবং দলকে আলো দিয়ে যাব ৷”
Be the first to comment