বড় চ্যালেঞ্জ ভোট পরবর্তী সন্ত্রাস। ভোট প্রক্রিয়া মিটে গেলেও এখনও বেশ কয়েকটি জায়গা থেকে ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত। বহু মানুষ ঘর ছাড়া। এমনকি সন্ত্রাসের আতঙ্কে বহু মানুষ ভিন রাজ্যে গিয়েও লুকিয়েছে। এই অবস্থায় ঘর ছাড়াদের নিয়ে গত কয়েকদিন আগে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তথাগত রায়।
নিজের দলের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ এনেছিলেন। এই অবস্থায় পাশে দাঁড়িয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ফের একবার মন্ত্রীকে টুইট প্রাক্তণ রাজ্যপালের।
প্রসঙ্গত, ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় ঘরছাড়াদের ফেরানোর ক্ষেত্রে কোনও উদ্যোগ নিচ্ছেন না বিজেপি নেতারা। নাম না করে শীর্ষ বিজেপি নেতাদের বিরুদ্ধে সম্প্রতি এমনই বিস্ফোরক অভিযোগ করেছিলেন তথাগত রায়। সেই সময় ঘরছাড়াদের ফেরাতে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর সৌজন্য শীর্ষ বিজেপি নেতাকে রীতিমতো মুগ্ধ করেছিল। ধন্যবাদও জানিয়েছিলেন তিনি। তার সূত্র ধরেই এবার ফের রাজ্যের মন্ত্রী তথা চন্দ্রিমার সঙ্গে ফের যোগাযোগ করতে চাইলেন তথাগত রায়।
নতুন একটি টুইট করেন তথাগত রায়। যেখানে তিনি চন্দ্রিমা ভট্টাচার্যকে ট্যাগ করে লেখেন, ঘরছাড়াদের সম্পর্কে কিছু তথ্য দেবেন তিনি। আর সে কারণে হোয়াটসঅ্যাপ বা ইমেল আইডি দিন। তারই পাল্টা চন্দ্রিমা তথাগতকে অনুরোধ করেন, ‘আপনার সীমাবদ্ধতা বুঝতে পারছি। সরকার ঘরছাড়াদের ফেরাতে সর্বক্ষণ সচেষ্ট। ডিরেক্ট মেসেজ করুন। ইমেল অ্যাডড্রেস দিচ্ছি।’ এর আগে তথাগত রায় টুইটারে লেখেন, ‘কয়েক হাজার বিজেপি কর্মী তৃণমূলের গুন্ডাদের দাপটে ঘরছাড়া। ঘরে ফিরতে হলে তাঁদের মোটা টাকা দিতে হবে। নেতাদের মধ্যে কে, এস এ পালিয়ে গিয়েছেন। আর ডি তো ফোনই তোলেন না।’ এ ক্ষেত্রে ‘কে’-র অর্থ কৈলাস বিজয়বর্গীয়, ‘এস’ এবং ‘এ’-র অর্থ শিবপ্রকাশ ও অরবিন্দ মেনন। ‘ডি’ বলতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেই ইঙ্গিত করেন তিনি।
প্রাক্তন রাজ্যপালের টুইটের পরেই পালটা তার উত্তর দেণ চন্দ্রিমা ভট্টাচার্য। তথাগতর উদ্দেশে লেখেন, “স্যর, আপনার কাছে আবেদন ঘটনাটির বিস্তারিত তথ্য আমাদের অবিলম্বে জানান যাতে আমরা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবাইকে ঘরে ফেরাতে পারি।” সঙ্গে চন্দ্রিমার আশ্বাস, “যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।” শাসকদলের মন্ত্রীর এই সৌজন্য মন কাড়ে বিজেপি নেতার। এই অবস্থায় ফের একবার তথ্য সংগ্রহ করে মন্ত্রীকে টুইট তথাগত রায়ের।
Be the first to comment