মল মূত্র ত্যাগ করলে মানুষ দুর্বল হয় নাঃ তথাগত রায়

Spread the love

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরও দলবদলের পালা অব্যাহত। মুকুল রায়, শুভ্রাংশু রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়দের তৃণমূলে ফেরার জল্পনার আবহে এবার বিঁধলেন বিজেপি নেতা তথাগত রায়। প্রয়াত CPIM নেতা হরেকৃষ্ণ কোঙারের মন্তব্যকে ধার করে এবার দলবদলুদের কটাক্ষ করলেন তথাগত।

তৃণমূল থেকে বিজেপিতে আসা যেসব নেতা ফের তৃণমূলে ফিরতে চাইছেন, তাঁদের একহাত নিয়ে টুইটারে তথাগত রায় লিখেছেন, ‘তৃণমূল থেকে বিজেপিতে আসা যে সব নেতা আবার তৃণমূলে ফিরে গেছেন তাঁদের সম্বন্ধে আমি প্রয়াত সিপিএম নেতা হরেকৃষ্ণ কোঙারের একটি মন্তব্যের পুনরাবৃত্তি করছি। ”মল মূত্র ত্যাগ করলে মানুষ দুর্বল হয় না, সবলই হয়”। ১৯৬৪ সালে যখন কম্যুনিস্ট পার্টি ভাঙে তখন সিপিআই নেতাদের সম্বন্ধে এই উক্তি’।

ভোটের মুখে তৃণমূলের নেতাদের বিজেপিতে যোগদান নিয়ে আগেই সুর চড়িয়েছিলেন তথাগত। সম্প্রতি বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন সোনালি গুহ, সরলা মুর্মু-সহ একাধিক নেতা। এই প্রসঙ্গে এর আগে তথাগত বলেছিলেন, ‘আমি যেটা বলেছিলাম সেটাই হচ্ছে। যেটা আন্দাজ করেছিলাম, ভয় পেয়েছিলাম, সেটাই হচ্ছে’। কেন এমনটা হচ্ছে? এই প্রশ্নের জবাব দিতে গিয়েই তথাগত বলেছিলেন, ‘দলের লোকেরাই বলতে পারবেন। আমি তো এখন আর বিজেপি নেতা নই। আমি সদস্য মাত্র’। টুইটারে আগে তথাগত রায় লিখেছিলেন, ‘যা বলেছিলাম ঠিক তাই। কাছা খুলে যাদের বিজেপিতে স্বাগত করা হয়েছিল, যাদের খাতিরে বিজেপির বিশ-ত্রিশ বছরের পুরোনো কর্মীদের চরম উপেক্ষা করা হয়েছিল তারা সবাই এক এক করে তৃণমূলে ফিরে যাচ্ছে’।

উল্লেখ্য, মুকুল রায় ও শুভ্রাংশু রায় সম্ভবত তৃণমূলে ফিরবেন। অন্যদিকে, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্তদের ঘিরেও জল্পনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে তথাগতর এ হেন টুইট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*