হাসপাতাল বা ব্যাংকে যেতে হবে? এবার কলকাতায় নামছে ৩০০ ট্যাক্সি

Spread the love

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। সেই লকডাউনে মেয়াদ বাড়ার সমূহ সম্ভাবনা। রাস্তাঘাট ফাঁকা। নেই যানবাহন। কিন্তু তা সত্ত্বেও বহু মানুষকে বেরোতে হচ্ছে বাইরে। কাউকে যেতে হচ্ছে হাসপাতাল, কাউকে বা ব্যাংক, কাউকে বা জরুরি পরিষেবার কাজে। কিন্তু গাড়ি পেতে কালঘুম ছুটছে তাঁদের। এই পরিস্থিতিতে এগিয়ে এল পরিবহণ দফতর। কলকাতার পাঁচটি জায়গায় ট্যাক্সি স্ট্যান্ড করে ৩০০টি ট্যাক্সি পথে নামানো হচ্ছে।

পরিবহণ দফতর সূত্রে খবর, শ্যামবাজার, উল্টোডাঙ্গা, এক্সাইড, গড়িয়াহাট, গড়িয়া- এই পাঁচটি জায়গায় থাকবে ট্যাক্সি স্ট্যান্ড। তবে, হলুদ ট্যাক্সি নয়, আপাতত এই কাজে নামানো হচ্ছে নীল-সাদা ট্যাক্সি। ইতিমধ্যে ট্যাক্সি ইউনিয়নগুলির সঙ্গে এ বিষয়ে কথাবার্তাও চালানো হয়েছে।
জানানো হয়েছে, পরিবহণ দফতরের তরফে খুব শীঘ্রই এই বিষয়ে একটি ফোন নম্বর চালু করা হবে। সেই নম্বরে ফোন করে নাম, ঠিকানা, গন্তব্য ও সেখানে যাওয়ার কারণ বলতে হবে। তারপর সেখান থেকেই ট্যাক্সি চালকদের সঙ্গে যোগাযোগ করে বাড়িতে পাঠানো হবে ট্যাক্সি।

ট্যাক্সি ইউনিয়নের নেতা বিমল গুহ জানিয়েছেন, ‘সরকারের এই পদক্ষেপের পাশে আছি আমরা। অনেক মানুষকে হাসপাতাল, ব্যাংকের মতো জায়গায় যাওয়ার জন্য বেরোতে হচ্ছে, তাঁদের সাহায্যে আমরা নিশ্চয় এগিয়ে আসব।’
পরিবহণ দফতর সূত্রে খবর, ইতোমধ্যেই ট্যাক্সি ইউনিয়নগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত চালকরা এই সময় পথে নামবেন, তাঁদের স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক। তাঁদের প্রত্যেকের থাকতে হবে মাস্ক ও গ্লাভস। প্রতিদিন গাড়ি স্যানিটাইজ করতে হবে। তবে, কোনও এক্সট্রা ভাড়া নয়, সাধারণ ভাড়াতেই যাওয়া যাবে নির্দিষ্ট গন্তব্যে।

এর আগে অবশ্য রাজ্য সরকারের তরফে কলকাতার বেশ কয়েকটি রুটে বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে, জরুরি পরিষেবা চালু রাখার জন্যই ওই বাস পরিষেবা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে পরিবহণ দফতর সূত্রে। দফতর সূত্রে খবর, কলকাতার যে রুটগুলিতে বাস চালানোর কথা ঘোষণা করা হয়েছে, সেগুলি হল- রুট S-24, হাওড়া স্টেশন-কামালগাজি। রুট C-37, এসপ্ল্যানেড-আমতলা। S-12 রুটে হাওড়া স্টেশন- নিউ টাউন। রুট S-9A, ডানলপ-বালিগঞ্জ। S-5 রুটে হাওড়া স্টেশন-গড়িয়া। C-8 রুটে জোকা -বারাসাত। তবে, এক্ষেত্রে স্থানীয় থানা থেকে করাতে হবে পাস।

তবে, সাধারণ সময়ের মতো চলছে না বাস। সকাল ৮টা থেকে রাত ৮ পর্যন্ত প্রতিদিন ১ ঘণ্টা অন্তর চলবে এই বাস। পরিবহণ দফতরের তরফে চালু করা হয়েছে হয়েছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বরগুলি হল, 033-22361916 / 22360462 / 9432022147 / 8697733391 / 8697733392

তবে, শুধু সরকারি পরিষেবার নয়, কলকাতায় জরুরি পরিষেবা চালু রাখতে এগিয়ে এসেছে ওলা উবরও। জরুরি ভিত্তিতে পাওয়া যাচ্ছে তাঁদের ক্যাবও। ওলা ও উবরের কন্ট্রোল রুমের নম্বর হল 9434315892 / 833 500 2133
এছাড়াও লকডাউনের দিনে যে কোনও সমস্যায় হোয়াটসঅ্যাপ করতে পারেন 98301 77000 নম্বরে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*