জাপানে টাইফুন ল্যানে বিদ্ধস্ত অবস্থা। ভূমিধস ও বন্যার কারণে ট্রেন ও বিমানের পরিষেবাগুলি বন্ধ হয়ে গেছে। কমপক্ষে দুইজন মানুষ নিহত হয়েছে এবং প্রায় ৯০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সবথেকে বেশি ক্ষতি হয়েছে জাপানের প্রধান দ্বীপ হোনশু। আগামী কদিনে এই টাইফুন ল্যান আরও তান্ডব চালাবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।
কায়দো নিউজ এজেন্সির খবর অনুযায়ী, কমপক্ষে দুই জন মানুষ নিহত হয়, ৬০ বছর বয়সী এক ব্যক্তি যিনি একটি ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় বাড়ির ওপরের অংশ ভেঙে তার ওপর পড়ে এবং একটি জেলে নৌকা সমেত নিখোঁজ যায়। এনএইচকে পাবলিক টেলিভিশন জানায়, ভূমিধসের কারণে একটি বাড়ি ভেঙে পড়ে এবং একটি লোক নিখোঁজ হয়, যদিও তার স্ত্রী উদ্ধারকারীদের দ্বারা উদ্ধার হয়।
Be the first to comment