SSK, MSK শিক্ষকদের বেতন বাড়লো

Spread the love

কয়েকদিন আগেই বেতন বেড়েছিল প্রাথমিক শিক্ষকদের ৷ এবার SSK, MSK শিক্ষকদেরও বেতন বাড়ল। SSK শিক্ষকদের বেতন বেড়ে হল ১০ হাজার এবং MSK শিক্ষকদের বেতন বেড়ে হল ১৩ হাজার। একই সঙ্গে পঞ্চায়েত দপ্তরের বদলে তাঁদের শিক্ষা দপ্তরের অন্তর্ভুক্ত করা হল ৷ তাঁরা পাবেন পার্শ্ব শিক্ষকদের সমান মর্যাদা ৷ সোমবার সল্টলেকে একথাই ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ এদিন সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে SSK ও MSK শিক্ষকদের পাচঁটি সংগঠনের জেলা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। আর সেখানেই তিনি এই বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন। সেই অনুযায়ী SSK শিক্ষকদের বেতন বেড়ে হল ১০ হাজার টাকা। আগে ছিল ৫ হাজার ৯৫৪ টাকা ।

SSK সম্প্রসারকদের বেতন বেড়ে দাঁড়াল ১০ হাজার ৩৪০ টাকা । MSK শিক্ষকদের বেতন বেড়ে দাঁড়াল ১৩ হাজার টাকা । আগে ছিল ৮ হাজার ৯৩০ টাকা । MSK সম্প্রসারকদের বেতন বেড়ে দাঁড়াল ১৪ হাজার টাকা । এরই সঙ্গে তাঁরা বোনাস, PF-এর সুবিধা পাবেন। শিক্ষা দপ্তরের আওতায় চলে আসায় এবার তাঁরা ৬০ বছর পর্যন্ত চাকরি করতে পারবেন। ৬০ বছর পূর্ণ হলে তাঁদের ৬৫ বছর পর্যন্ত চাকরি করার বর্ধিত সুযোগ দেওয়া হবে। চাইলে তারা সেটা প্রত্যাখ্যানও করতে পারবেন। সেক্ষেত্রে বাধ্যবাধকতা থাকবে না।

প্রসঙ্গত, বেতন বাড়ানোর দাবিতে শিশুশিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছিলেন । এই বিক্ষোভে অংশ নেয় সরকারপন্থী সংগঠনগুলিও । শিক্ষকরা তাদের দাবি আদায় করতে পথ অবরোধ, ধরনা, অনশন করে ৷ সরকারের সঙ্গে আলোচনাতেও বসে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*