স্কুলে নিয়মিতভাবে আসেন না প্রধান শিক্ষক। আর যেদিন আসেন সেদিন আবার সময়ের আগে তালা দিয়ে চলে যান। অনেকদিন ধরেই প্রধান শিক্ষকের এই কাণ্ড দেখে আসছে গ্রামের লোকজন ৷ এবার তারা প্রধান শিক্ষককে শাস্তি দিল ৷ তাঁকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করা হল ৷ পুরুলিয়ার ঝালদার একটি প্রাথমিক স্কুলে গত সোমবার এই ঘটনা ঘটে ৷ প্রধান শিক্ষকের অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করেছে ঝালদা থানার পুলিশ।
ঝালদা থানার ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি স্কুলে ঠিক সময়ে আসেন না। আর এলেও সময়ের আগেই স্কুল বন্ধ করে চলে যান। ঠিকমতো ক্লাস হয় না। মিড ডে মিল থেকেও না কি বঞ্চিত পডু়ায়ারা। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনও লাভ হয়নি। প্রধান শিক্ষকের এই অভ্যাসের জন্য আগেও একবার তাঁকে স্কুলে তালাবন্দী করে রেখে প্রতিবাদ জানিয়েছিল গ্রামবাসীদের একাংশ। এক সপ্তাহ স্কুল বন্ধও রেখেছিল গ্রামবাসীরা।
পরে প্রশাসনিক আধিকারিকরা স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কাছ থেকে মুচলেকা নিয়েছিলেন। প্রধানশিক্ষক আশ্বাস দিয়েছিলেন, এবার থেকে তিনি সময়েই স্কুলে আসবেন।
এই ঘটনার কিছুদিন যেতে না যেতেই প্রধান শিক্ষক ফের দেরি করতে শুরু করেন বলে অভিযোগ গ্রামবাসীদের। এলাকার লোকজন জানালেন, এবারও প্রধান শিক্ষককে একাধিকবার বলা হয়েছে ৷ সতর্ক করা হয়েছে ৷ অথচ তিনি কারও কথা কানে তোলেননি ৷ তাই এবারে বিদ্যুতের খুঁটিতে বাঁধা হয় তাঁকে।
এদিকে প্রধান শিক্ষকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঝালদা থানার পুলিশ। শিক্ষককে উদ্ধার করা হয়। অভিযোগের ভিত্তিতে নামচন্দ্র কুমার ও গুরুদাস প্রামাণিককে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, প্রধান শিক্ষকের স্কুলে দেরিতে আসার অভ্যেস আজকের নয় ৷ আগে নিজেরই এলাকার একটি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতেন। সেখানেও না কি নানা কারণ দেখিয়ে তিনি স্কুলে দেরি করে আসতেন ৷ ঝালদার এই স্কুলে আসার আগে তাঁকে দু’বার বদলি হতে হয়েছে ৷
Be the first to comment