স্বামীর সঙ্গে যাচ্ছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার গার্ড দিতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পৌঁছনো হল না আর। মাঝরাস্তাতেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল শিক্ষিকার। শুক্রবার সকালে তারাতলা নেচার পার্কের কাছে পথ দুর্ঘটনা ঘটে। স্কুটির পিছনে বাস ধাক্কা মারায় রাস্তাতেই ছিটকে পড়েন ওই শিক্ষিকা ও তাঁর স্বামী। শিক্ষিকার মাথার উপর দিয়ে চলে যায় বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিক্ষিকার। জানা গিয়েছে, ওই শিক্ষিকার নাম লিপিকা পাটোয়ারি, বয়স ৪৮ বছর। ওই শিক্ষিকাকে চাপা দেওয়ার পরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় বাসটি। এখনও অবধি বাসচালককে গ্রেফতার করা যায়নি।
শনিবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জানা গিয়েছে, বেহালার বাসিন্দা লিপিকা পাটোয়ারি নামক ওই শিক্ষিকাও সন্তোষপুর কাকুলি হাইস্কুলে পরীক্ষার গার্ড দিতেই যাচ্ছিলেন। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হওয়ায়, সকালেই তাঁর স্বামী পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে যাচ্ছিলেন। কিন্তু সকাল সাড়ে সাতটা নাগাদ তারাতলা থেকে পাহাড়পুর যাওয়ার রাস্তায়, তারাতলা নেচার পার্কের কাছে আচমকাই স্কুটির পিছনে ধাক্কা মারে একটি বাস। সঙ্গে সঙ্গে রাস্তার দুই দিকে ছিটকে পড়েন স্বামী-স্ত্রী। ওই শিক্ষিকার স্বামী ফুটপাথের দিকে পড়লেও, তিনি বাসের চাকার সামনেই পড়ে যান।
এদিকে বাসটির গতিবেগ অনেকটাই বেশি থাকায় ওই শিক্ষিকাকে পিষে দেয় বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিক্ষিকার। পরে তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরাও তাঁকে মৃত বলেই ঘোষণা করেন।
অন্যদিকে, স্কুটিতে ধাক্কা মারা ও ওই শিক্ষিকাকে পিষে দেওয়ার পরই দুর্ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ঘাতক বাস। এখনও অবধি বাস ও বাসচালকের খোঁজ মেলেনি। ইতিমধ্যেই পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শীরা ঘাতক বাসটির নম্বর দেখতে না পাওয়ায়, দুর্ঘটনাস্থলের আশেপাশে রাস্তায় ও দোকানে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
Be the first to comment