টাকার জন্য দীর্ঘদিন ধরেই শিক্ষকের কাছে হুমকি ফোন আসছিল। থানায় অভিযোগও করেছিলেন তিনি। সেই সূত্রে দু’জনকে আগেই আটক করেছিল পুলিশ। শনিবার ধরা পড়ল ঘটনায় অভিযুক্ত আরও দু’জন। ধৃতদের মধ্যে একজন স্কুল ছাত্র এবং অপর জন একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া।
সোমামুখী শহরে একটি ভাড়া বাড়িতে থাকতেন ধুলাই উচ্চ বিদ্যালয়ের ইংরাজি শিক্ষক বিপুল বিশ্বাস। পুলিশকে তিনি জানিয়েছেন, তাঁকে নানা ভাবে ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নেয় কয়েকজন ছাত্র। খুনের হুমকিও দেওয়া হয় তাঁকে।
পুলিশ সূত্রে খবর, ওই দুই ছাত্রের কাছ থেকে একটি বন্দুক, কয়েক রাউণ্ড কার্তুজ, একটি গোপন ক্যামেরা ও একটি নকল টাইম বোমা উদ্ধার হয়েছে। জেরায় পুলিশ জানতে পেরেছে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রটিই ওই অস্ত্র এবং ক্যামেরার জোগান দিত। ধৃতেরা টাকার বিনিময়ে তার কাছ থেকে ওই সব জিনিস কিনত।
স্কুল ছাত্রটিকে জুভেনাইল কোর্টে এবং ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়াকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনায় অন্য কারও মদত রয়েছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রটির হাতেই বা আগ্নেয়াস্ত্র এল কী ভাবে সেটাও তদন্ত করে দেখছে পুলিশ।
Be the first to comment