
রোজদিন ডেস্ক, কলকাতা:- বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট বহাল রাখল কলকাতা হাইকোর্টের রায়। ২০২৪ সালে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, তাতে ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করা হয়েছিল। সেই রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। এই খবর কলকাতায় পৌঁছানোর পর আন্দোলনরত শিক্ষক ও শিক্ষাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন।
এই সিদ্ধান্তে মানসিকভাবে ভেঙে পড়েছেন অনেকে। বৃহস্পতিবার সকালে সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় বহু শিক্ষক ও শিক্ষাকর্মীকে। কেউ কেউ বলেন, ‘আমরা কোনও দুর্নীতি করিনি, তবুও দুর্নীতির দায় নিতে হচ্ছে। আমরা সৎ ভাবে চাকরি পেয়েছিলাম, তাহলে আমাদের চাকরি কেন বাতিল হল?’ কারও আবার আক্ষেপ, ‘আমাদের পরিবার আছে, তাঁদের ভবিষ্যৎ কী হবে?’
এই রায়ের পর কেউ কেউ নির্বাক হয়ে যান। কেউ কেউ হতাশার সুরে বলেন, ‘এর থেকে যদি আমাদের আত্মহত্যা করতে বলা হত, সেটাই ভালো ছিল।’ কারও প্রশ্ন, ‘যথাযথ যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের পথে বসতে হল, এটা কীভাবে ন্যায়সঙ্গত রায় হতে পারে?’ ফলে শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে গভীর শোকের পরিবেশ।
এদিকে, অনেকেই অভিযোগের আঙুল তুলছেন শিক্ষা দফতরের দিকে। তাঁদের মতে, স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির শিকার হতে হল তাঁদের। কেউ বলেন, ‘চুরি করল কারা, ঘুষ নিল কারা, আর শাস্তি পেল কারা? নিরপরাধ মানুষজন কেন এর শিকার হবেন?’ কেউ কেউ আরও বলেন, ‘সততার কোনও মূল্যই থাকল না এই রাজ্যে। আদালতও আমাদের নিরপরাধ বলেই মানল না।’
Be the first to comment