পূর্ব বর্ধমানের আচার্য গিরিশচন্দ্র বসু বিদ্যাপীঠের মহাসাড়ম্বরে পালিত হল শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠান

Spread the love

ড:সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে সারা ভারতবর্ষ জুড়ে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে শিক্ষক দিবস পালন করা হয়। পূর্ব বর্ধমানের জামালপুরে বেরুগ্রাম আচার্য গিরিশচন্দ্র বসু বিদ্যাপীঠের মহাসাড়ম্বরে শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠান পালন করা হয়। এই উপলক্ষে বিদ্যালয় এর নতুন নির্মিত কিছু শ্রেণিকক্ষ ও একটি মঞ্চ শেডের উদ্বোধনও করা হয়। উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান।

ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি বিডিও শুভঙ্কর মজুমদার সদর দক্ষিণ মহকুমা শাসক কৃষ্ণেন্দু কুমার মন্ডল ও বিদ্যালয় পরিচালক সমিতির সভাপতি ভূতনাথ মালিক। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বিদ্যালয়ে এসে উপস্থিত হন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী‌। আগত প্রত্যেক অতিথিকেই বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মান ও সম্বর্ধনা জানানো হয়। প্রসঙ্গত পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান ও পূর্ত কর্মাধ্যক্ষ তথা বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ভূতনাথ মালিক দুজনেই এই বিদ্যালয় এর প্রাক্তন ছাত্র।বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আজকের এই বিশেষ দিনে বিদ্যালয়ের শিক্ষকদের বরণ করে নেয়।

সারাদিন ব্যাপি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। ছিল নাচ, গান, আবৃত্তি, নাটক ও জিমন্যাস্টিক। সমগ্র সাংস্কৃতিক অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন বিদ্যালয়ের শিক্ষিকা সোমা হালদার ও শিক্ষক বিপ্লব ঘোষ। সদর দক্ষিণ মহকুমা শাসক তিনি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিশেষ তাৎপর্যপূর্ণ কিছু বক্তব্য রাখেন। যাতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সমৃদ্ধ হয়। মেহমুদ খান বলেন এটি তাঁর বিদ্যালয় এখানেই তিনি পড়াশোনা করেছেন। যে ঘরটিতে তিনি প্রথম পঞ্চম শ্রেণীতে এসে বসেছিলেন সেটি পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থেকে নতুন করে করে দেওয়া হয়। তিনি নিজে এই বিদ্যালয় আরো শ্রীবৃদ্ধি কামনা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*