
রোজদিন ডেস্ক, কলকাতা:- দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থেকে মিললো এক শিক্ষকের ঝুলন্ত দেহ। মৃতের নাম প্রণব প্রতীব নাইয়া,বয়স ৪২। তিনি তেঁতুলবেড়িয়া গোচরণ টিএস সনাতন হাই স্কুলের বাংলার শিক্ষক ছিলেন। পুলিশ সূত্রে খবর, প্রণবের দেহ তাঁর ঘর থেকেই উদ্ধার হয়েছে। মিলেছে একটি সুইসাইড নোটও।
২০১২ সালে শিক্ষক হিসাবে কাজে যোগ দিয়েছিলেন প্রণব। প্রথম চাকরি পেয়েছিলেন মুর্শিদাবাদে। ২০২১ সালে তিনি বদলি হয়ে বাড়ির কাছে স্কুলে চাকরি পান। পরিবার সূত্রে খবর, কয়েক দিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। কারও সঙ্গে সেই ভাবে মেলামেশা করতেন না। কথা বলতেন না। স্কুল কর্তৃপক্ষেরও দাবি, নিয়মিত স্কুলেও যেতেন না প্রণব। গেলেও সেই ভাবে ক্লাস নিতেন না। কী কারণে প্রণব মানসিক অবসাদে ভুগছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর পুলিশ সূত্রে।
তদন্তকারীদের সূত্রে খবর, যুবকের বাড়ি থেকে যে সুইসাইড নোটটি উদ্ধার হয়েছে, তাতে লেখা, ”আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।” মা-বাবাকে দেখাশোনার করার জন্য পরিবারের বাকি সদস্যদের অনুরোধও করেছেন যুবক। পাশাপাশি, লেখা, ”বডিটা মেডিক্যাল কলেজে দিস।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপাতত এই সুইসাইড নোটের অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। কথা বলা হচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গে।
Be the first to comment