অবশেষে উঠলো প্রাথমিক শিক্ষকদের অনশন ৷ ১৪ তম দিনে এসে অনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিলো অনশনরত প্রাথমিক শিক্ষকরা ৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘোষণা মতোই শুক্রবার শিক্ষকদের বেতন বৃদ্ধির নির্দেশিকা জারি করে স্কুল শিক্ষা দফতর। আর তারপরই অনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন আন্দোলনরত শিক্ষকরা ৷ এদিন সন্ধ্যায় অনশন প্রত্যাহার করেন তাঁরা। অন্য শিক্ষকরা ফলের রস খাইয়ে অনশন ভাঙেন ৷ তারপর আবির মেখে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রাথমিক শিক্ষকরা ৷
তবে এদিন অনশন প্রত্যাহারের পর প্রাথমিক শিক্ষকরা জানান, শিক্ষামন্ত্রী এলে ভাল লাগতো ৷ ১৪ জনের বদলির দাবি মানা হয়েছে ৷ বেতনের দাবি আংশিক মানা হয়েছে ৷ তবে অনশন উঠলেও আন্দোলন চলবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষকরা ৷
Be the first to comment