বেতন বাড়ছে অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় কর্মীদের

Spread the love

১০ বছরের প্রতীক্ষার পর অবশেষে মিলল সুখবর। বেতন বাড়ছে অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় কর্মীদের। শিক্ষাক্ষেত্রে সপ্তম পে কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার পরই বেতন বাড়তে চলেছে ৭.৫ লক্ষ অধ্যাপকের। তবে এখনই বদলাচ্ছে না পেনশনের পরিকাঠামো। প্রসঙ্গত, শিক্ষক–শিক্ষিকাদের প্রতি সুবিচার করতে এবং দেশের মেধাকে আকর্ষণ করতেই এই সিদ্ধান্ত। ‌প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।‌

ঘোষণা অনুযায়ী ৪৩ টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ৩২৯ টি রাজ্য বিশ্ববিদ্যালয়, ১২, ৯২২ টি সরকারি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারী বেসরকারী কলেজগুলি এই বেতন পরিকাঠামো সংস্কারের অন্তর্ভুক্ত। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম), ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (আইআইএসসি), ন্যাশনাল ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (এনআইটিইইইই) -এর মতো ১১২ সেন্ট্রাল-ফান্ডেড টেকনিক্যাল ইনস্টিটিউটে সংশোধিত বেতন প্যাকেজ বাড়ানো হবে।

২০০৬-এ শেষবার যখন অধ্যাপকদের বেতন বেড়েছিল, সেসময়ে সরকারি কর্মচারীদের বেতনের থেকেও বেশি ছিল। এবারের বেতন বৃদ্ধির পর একজন সহকারী অধ্যাপকদের বেতন সরকারি নতুন কর্মচারীর থেকে মোটামুটি ১৬০০ টাকা মতো বেশি হবে বলেই জানা যাচ্ছে। বর্তমানে একজন অধ্যাপকের পে প্যাকেজ ১.২৩ লাখ টাকা, যার মধ্যে বেসিক পে ৪৩ হাজার টাকা এবং এজিপি ও ডিএ মিলিয়ে ১০ হাজার টাকা।

শুধু অধ্যাপকদেরই নয়, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকদের বেতন কাঠামো পরিবর্তিত হবে। কমিটির সুপারিশ অনুযায়ী একজন সহযোগী অধ্যাপকের বেতন ১.০৭ লক্ষ থেকে বেড়ে হতে পারে ১.২৬ লক্ষ টাকা এবং একজন সহকারী অধ্যাপকদের বেতন ৫০ হাজার থেকে বেড়ে দাঁড়াবে ৫৭ হাজার টাকা।

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*