শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘোষণা মতোই বেতন বাড়ল প্রাথমিক শিক্ষকদের ৷ শুক্রবার সরকারি নির্দেশিকা জারি করলো শিক্ষা দফতর ৷ স্কুল শিক্ষা দফতর জানিয়েছে শিক্ষামন্ত্রীর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল। পয়লা অগাস্ট থেকে গ্রেড-পে ৩৬০০ হারে বেতন পাবেন প্রাইমারি শিক্ষকরা। এদিনই নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেকথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিজের ফেসবুক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দফতরের জারি করা নোটিশ পোস্ট করেছেন তিনি।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দফতরের জারি করা নোটিশ পোস্ট করে শিক্ষামন্ত্রী লিখেছেন, আমি এখানে প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে বৃদ্ধির নির্দেশপত্রের প্রতিলিপি দিলাম।
পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দফতরের জারি করা এই নির্দেশ পত্রে লেখা রয়েছে, প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করলেন রাজ্যপাল। প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে ২৬০০ থেকে বেড়ে হল ৩৬০০। ২ নম্বর স্কেলের পরিবর্তে ৩ নম্বর স্কেলে উন্নিত হল তাদের গ্রেড-পে। চাকরির শুরুতে ওইসব শিক্ষকদের বেতন ছিল ১৯,০০০ টাকা। বর্তমানে তা বেড়ে দাঁড়াবে ২৫,৫০০ টাকা।
অপ্রশিক্ষিত শিক্ষকদের ক্ষেত্রে গ্রেড-পে ২৩০০ থেকে বেড়ে হল ২৯০০। এঁরা থাকলেন ২ নম্বর স্কেলেই। চলতি বছরের আগামী পয়লা অগাস্ট থেকে লাগু হবে নতুন এই পে-স্কেল।
পার্থবাবুর ফেসবুক পোস্ট-
Be the first to comment