তেজপ্রতাপ যাদবের বাড়িতে ভূত ছেড়ে দেওয়ার অভিযোগ উঠলো নীতীশ কুমারের বিরুদ্ধে

Spread the love

এবার নীতীশ কুমারের বিরুদ্ধে বাড়িতে ভূত ছেড়ে দেওয়ার অভিযোগ তুললেন লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপ যাদব। প্রসঙ্গত, ২০১৫ সালের অক্টোবর মাসে লালুর আরজেডি, নীতীশের জেডিইউ এবং কংগ্রেসের মহাজোট সরকার তৈরি হয় বিহারে। নীতিশের মুখ্যমন্ত্রীত্বে সেই সরকারে স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব পান তেজপ্রতাপ যাদব। এরপর ৩, দেশরত্ন মার্গে সরকারি বাংলো পান মন্ত্রী তেজপ্রতাপ। কিন্তু এরপর পাটনার রাজনীতিতে নাটকীয় পটপরিবর্তন আসে। এবার বিজেপির সাহায্য নিয়ে ফের সরকার গড়েন নীতীশ কুমার। স্বাভাবিকভাবেই মন্ত্রীত্ব খোয়ান তেজপ্রতাপ। তারপরই বিহার পূর্ত দফতরের পক্ষ থেকে চিঠি দিয়ে বাংলো ফাঁকা করে দেওয়ার কথা জানানো হয়। আর তারপরই বাংলো ছাড়তে বাধ্য হন তেজপ্রতাপ।

কিন্তু, তেজপ্রতাপের ঘনিষ্ঠ মহলের মতে, ভূতের কারণেই বাড়ি ছেড়েছেন লালু পুত্র। তেজপ্রতাপ নিজেও জানিয়েছেন, নীতীশ কুমার ও সুশীল মোদী বাংলোর মধ্যে ভূত ছেড়ে দেওয়ায় আমি ওই বাড়িটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাকে সেখানে রীতিমত ভূতের উপদ্রব সহ্য করতে হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*