দিদি একদম ভয় পান নি কিন্তু আমাদের পল্টু চাচা ভয় পেয়ে চলে গেলোঃ তেজস্বী যাদব

Spread the love

ফাইল ছবি,

এটা গণতন্ত্রের জয়, সংবিধানের জয়। সুপ্রিম কোর্টের রায়ে আমাদের নৈতিক জয় হয়েছে। মঙ্গলবার মেট্রো চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে এমনই মন্তব্য করলেন তেজস্বী যাদব। তেজস্বী আরও বলেন, এই লড়াই প্রধানমন্ত্রী পদের জন্য নয়। এই লড়াই বিজেপিকে দেশ থেকে একজোট হয়ে তাড়ানোর লড়াই। কেউ সরব হলেই এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে। দেশের কী উন্নতি করেছেন মোদী? জবাব দিন। আচ্ছে দিনের নামে প্রতারণা করছেন মোদী।

পাশাপাশি এদিন ধর্ণা মঞ্চ থেকে সিবিআইকে লালু পুত্রের প্রশ্ন মালিয়া, নীরব মোদী দেশ থেকে পালানোর সময় সিবিআই কোথায় ছিল? দেশে কোনও দুর্নীতির তদন্ত হয় না। আমিত শাহের ছেলের বিরুদ্ধে তদন্ত হয় না। লালুকেও মিথ্যাভাবে ফাঁসিয়ে জেলে পাঠানো হয়েছে। সত্যি কথা বললেই পিছনে মোদী। এদিন মোদীকে বর্বর মোদী বলেও কটাক্ষ করতে ছাড়েন নি আরজেডি নেতা। তিনি বলেন, মিথ্যা অভিযোগে সবাইকে ফাঁসানো হচ্ছে। সিবিআইয়ের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে।

এদিন বক্তব্যের শেষ দিকে ভাজপা ভাগাও, দেশ বাঁচাও- এরও ডাক দিলেন তেজস্বী। তিনি বলেন, সংবিধান রক্ষায় আমরা একজোট হয়েছি। ভোটের আগে হিন্দু, মুসলিম দাঙ্গা লাগিয়ে ভারতের সম্প্রীতি নষ্ট করতে চাইছে মোদী। কিন্তু কেউ এসব প্ররোচনায় পা দেবেন না।

এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেন আমরা দিদিকে বলি আপনি এত মজবুত, একদম ভয় পান নি। আর আমাদের পল্টু চাচা (নীতিশ কুমার) ভয় পেয়ে চলে গেলো। ধর্ণা মঞ্চে এদিন দিদির পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*